নাটোরের লালপুরে এক অজ্ঞাত নারীকে হত্যার দায়ে আসাদুল ইসলাম ও মো. টুটুল আলী নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডসহ নগদ ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে বিজ্ঞ আদালত।
১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাজাপ্রাপ্ত আসামিদের আরো দুই বছরের কারাদন্ড দেন বিজ্ঞ আদালত । একই সাথে মামলার অপর দুটি ধারায় আরো চার বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড এর আদেশ দেন বিজ্ঞ আদালত ।
রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ মোছাঃ কামরুন নাহার বেগম এই আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের সানোয়ার হেসেনের ছেলে এবং মো. টুটুল আলী আড়বাব মধ্যপাড়া গ্রামের মানিক আলীর ছেলে।
২০২০সালের ৭ অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে লালপুর উপজেলার ডাহরশৈলা গ্রামের একটি মাদরাসার পাশে লিচু বাগানে এক অজ্ঞাত নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কে খবর দেয় স্থানীয় লোকজন।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশ গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে নিকটস্থ থানায় খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে এবং এই লোভহর্ষক রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।
পুলিশের সূক্ষ্ম তদন্তে ঘটনার সাথে সংশ্লিষ্ঠতার সত্যতার আসাদুল ইসলাম ও মো. টুটুল আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। স্বাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ আদালত রোববার এ রায় প্রদান করেন।
পাবলিক প্রসিউকিটর সিরাজুল ইসলাম জানান, “বিজ্ঞ বিচারক তার দেয়া আদেশে বলেছেন ,প্রদত্ত উভয় দন্ড একসাথে চলবে। আসামীদের ইতিপুর্বের হাজতবাস প্রদত্ত দন্ডাদেশ থেকে বাদ যাবে। আসামীদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষনা করেন।’’
You cannot copy content of this page