সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তিনটি হাসপাতাল তদন্ত ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়ীয়ায় আফনান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তেঁতুলঝোড়া মোড়ে রহমান স্পেশালাইজড হসপিটাল অনুমোদন না থাকায় ডায়াগনস্টিক সেন্টার ২ টি বৈধ পেপারস ও কর্মীদের সনদ দেখাতে ব্যর্থ হয়েছেন বিধায় তাদের সকল কার্যক্রম বন্ধ করে সীলগালা করা হয়েছে।
প্রত্যাশা হেলথ কেয়ার লি:স্বাস্থ্য অধিদপ্তরের ১০ টি নির্দেশনা দৃশ্যমান স্থানে টানানোর জন্য বিকেল পর্যন্ত সময় দিয়ে সতর্ক করা হয়েছে।
এছাড়াও কর্তব্যরত চিকিৎসকদের অবৈধ হাসপাতালে সেবা না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা বলেন সাভার ও আশুলিয়ায় কোন রকম অনুমোদনহীন বা অবৈধ হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের একটি ও থাকবে না।আর এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page