ঢাকা জেলার সাভার উপজেলার ফ্যান্টাসি কিংডম এলাকায় ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফ আহমেদ বলেন, ফ্যান্টাসি কিংডমের সামনের ফুটপাতে এক দিনের নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই শরিফ আহমেদ। তিনি বলেন, নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছেন, সেটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে তা পর্যালোচনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page