মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা বাজার এলাকায় কালভার্ট ভেঙে সড়কে চলছে নতুন কালভার্ট নির্মাণকাজের প্রস্তুতি। তবে জনসাধারণের পারাপারে করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থা। এতে ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচল করা স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, পুরাতন কালভার্টটি ভেঙে নতুন নির্মাণাধীন কালভার্ট নির্মাণের প্রস্তুতি চলছে। তবে বিকল্প কোনো সাঁকো বা যোগাযোগের ব্যবস্থা না করায় চলাচলের স্বাভাবিক কোনো পরিস্থিতি নেই। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার পথ ঘুরে জনসাধারণের চলাচল করতে হচ্ছে।
স্থানীয় মো: মনিরুজ্জামান বলেন, এ সড়ক দিয়ে মানুষ ও যানচলাচল করতে পারছে না। তাছাড়া সড়কটি পুরোপুরি বন্ধ থাকায় সবাই ভোগান্তিতে পড়েছেন। অনেক এলাকা ঘুরে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় নাসির বলেন, সড়ক বন্ধ থাকায় বিকল্প পথ ঘুরে আসতে হচ্ছে।
বিকল্প সড়কের ব্যবস্থা না করে পুরাতন কালভার্ট ভেঙে নতুন কালভার্টের নির্মাণকাজ শুরু করার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের জানতে চাইলে প্রতিষ্ঠানের কর্ণধার বলেন, যেহেতু কালভার্ট ভাঙার পর বিকল্প সড়ক করা হয়নি। তাই আপাতত ভিন্ন এলাকা ঘুরে যাতায়াত করার জন্য বলেন।
বিকল্প সড়কের ব্যবস্থা না করে পুরাতন কালভার্ট ভেঙে নতুন কালভার্টের নির্মাণকাজ শুরু করায় চলাচলের স্বাভাবিক কোনো পরিস্থিতি নেই। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ইতিমধ্যে স্থানীয় জনসাধারণ অভিযোগ করেছে বলেও জানান।
You cannot copy content of this page