ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পেপুলবাড়িয়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী ইছামতি নদীতে মাছ ধরার ফাঁদে সাপটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন নামে এক কৃষক ইছামতী নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি বিশেষ যন্ত্র পেতে রেখেছিলেন। গতকাল দুপুরে নদীতে গিয়ে দেখতে পায় ফাঁদের মধ্যে একটি সাপ আটকে আছে।পরে সেখান থেকে তার সাপটি বাড়িতে নিয়ে আসে।
এসময় সাপটিকে দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা।পরে বন বিভাগের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন এটি বিষধর সাপ রাসেলস ভাইপার।
জেলা বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন বলেন, মহেশপুরে কৃষকের মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছিল।সাপটির দৈর্ঘ্যে সাড়ে ৩ ফুট। পরে খুলনা থেকে আমাদের একটি বিশেষ টিম এসে সাপটিকে নিয়ে যায়
You cannot copy content of this page