প্রান্তিক পর্যায়ে সরকারের উন্নয়ন ও সেবা তথ্য পৌঁছে দিতে মাদারীপুরের শিবচর নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ অর্থবছরের এর আওতায় মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাশকান্দি গ্রামের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রবীন শিক্ষক মো: সামসুল হক মল্লিকের সভাপতিত্বে ও স্থানীয় শিক্ষক রফিকুল ইসলাম রাজার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদারীপুর জেলা সহকারী তথ্য কর্মকর্তা মো: বেনজীর আহমেদ।
এসময় সহকারী তথ্য কর্মকর্তা তার বক্তব্য স্থানীয় নারীদের সরকারের বিশেষ সেবা , সরকারি সেবা গ্রহণে তথ্য ও প্রযুক্তির সহায়তা নেওয়া, নিজের তথ্য ও মোবাইল ব্যাকিং এর নিরাপত্তা নিশ্চিত করা, তাপ প্রবাহে নিজে, পরিবার ও শিশুদের যত্ন নেওয়া, ডেঙ্গু, মাদক, গুজব, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, যৌতুক প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবায় সর্তক থাকা এবং শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় শতাধিক নারী পুরুষ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা তথ্য অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page