মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে কমপক্ষে ৩ লক্ষাধিক নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ি। বুধবার (১৬ অক্টোবর) দিনব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও উপজেলা মৎস্য অফিস পৃথক অভিযান চালিয়ে আরও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এসময় মাছ ধরার একটি ট্রলার, জালসহ একজনকে আটক করা হয়।
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই একাধিক অভিযান পরিচালিত হয় পদ্মানদীতে। উপজেলা প্রশাসন, মৎস্য অফিসের সাথে নৌপুলিশও পৃথক অভিযান পরিচালনা করছে।
বুধবার দুপুরে পদ্মানদী থেকে ৩ লক্ষাধিক মিটার কারেন্ট জাল, ৬০ কেজি ইলিশসহ ৩ জনকে আটক করে নৌপুলিশ।
আটককৃতরা হলো, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আইয়ুব আলী বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম(২৮), আকবর আলী মোড়লের ছেলে ইব্রাহিম মোড়ল এবং মাদারীপুর জেলার শিবচরের চরজানাজাত এলাকার মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে কাদির। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.হাবিবুল্লাহ জানান,’
আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কখনো মৎস্য অফিসের সাথে একত্রে আবার কখনো পৃথক অভিযানও চলে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আমরা ৩ লক্ষাধিক মিটার জাল জব্দ করেছি। উদ্ধার করেছি ৬০ কেজি ইলিশ। তিনজনকে আটকও করা হয়েছে। জাল ধ্বংসসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
You cannot copy content of this page