মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করে নৌপুলিশ। পরে ৮ জনকে ৫ হাজার করে ৩৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস ও চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় পদ্মানদীর বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য অফিসের টিম ও নৌপুলিশ অভিযান চালায়। এসময় ইলিশ ধরতে গেলে পদ্মানদীর হীরাখার খাল থেকে চরজানাজাত এলাকার শহীদ খলিফার ছেলে নজরুল ইসলাম(১৯), কাশেম শেখের ছেলে আব্দুস সালাম(৩০), ফয়জুল খার ছেলে মো. জাহাঙ্গীর(২৭), ইদ্রিস ফকিরের ছেলে ওমর(১৯), আলমগীর বেপারীর ছেলে সুলতান মিয়া(১৫)জনকে আটক করা হয়। এবং হাজরা চ্যানেল থেকে মাদবরেরচর এলাকার মৃত লাভলু মাদবরের ছেলে মিন্টু(৩৩), তোফাজ্জেল মোড়লের ছেলে আলমগীর মোড়ল(২৭), জাজিরার মোতাহার মাদবেরর ছেলে সালামকে(৩০) আটক করে পুলিশ।
শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.হাবিবুল্লাহ বলেন,’৭ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। একজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়।
You cannot copy content of this page