ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর সভাপতি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে এবং বজলুল করিম ও মহুয়া মিত্রর যৌথ সঞ্চালনায়, উদযাপন হলো নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া কর অঞ্চলের উপ কর কমিশনার মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সাহিত্যিক আব্দুচ সালাম আজাদ, উদ্বোধন করেন কবি, গীতিকার ও সুরকার সারোয়ার মাহিন
বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন,
মোস্তফা কামাল পাশা (সম্পাদক সাপ্তাহিক অপরাধ সন্ধানী),. ড. আ.ন.ম এহছানুল মালিকী, (কথাসাহিত্যিক , সেকশন অফিসার্স ঢাকা বিশ্ববিদদের) এম এ আলীম (কবি ও কলামিস্ট) জয়নাল আবেদীন বিজয় (প্রতিষ্ঠাতা পরিচালক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন) ইলোরা সোমা (সভাপতি ইলোরা ফাউন্ডেশন)
নেত্রজাল সাহিত্য ম্যাগাজিন এর পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী, গীতিকার, কবি ও ইসলামিক গবেষক তানিয়া শারমিন তানিশাকে কবিতা ও গানে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
You cannot copy content of this page