স্বৈরশাসকের ১৮বছরের ক্ষমতার পতনের পর শিবচরে প্রকাশ্যে এই প্রথম জামায়েত ইসলামী’র কোন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে শিবচর পৌর অডিটোরিয়ামে কয়েক’শো নেতা কর্মীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা, বিগত দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের উপর জেল জুলুম অত্যাচারের কথা তুলে ধরেন তাদের আলোচনায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামের শিবচর উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে ও বাংলাদেশের জামায়াত ইসলামের শিবচর পৌরসভা শাখার আমীর আব্দুল আজিজ খান এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামের মাদারীপুর জেলা সেক্রেটারি মাওলানা মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামের শিবচর উপজেলা আমীর সারোয়ার হোসাইন মৃধা, জামায়াতে ইসলামের মাদারীপুর পৌরসভার নায়েবে আমীর আঃ রহিম মোল্লা । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মোঃ বেলায়েত হোসেন,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ মজিবুর রহমান, শিবচর পৌরসভা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম সহ আরো অনেকে।’
You cannot copy content of this page