
ঢাকা, ৩১ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা অভিমুখী যাত্রীদের জন্য আজ থেকে একটি নতুন নিয়ম চালু করেছে কাতার এয়ারওয়েজ। এই নিয়ম অনুযায়ী, বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য কাতার এয়ারওয়েজের যাত্রীদের ঢাকায় বোর্ডিংয়ের পূর্বে ১০০০ ডলার জমা দিতে হবে। যাত্রীরা ডলার জমা দেয়ার পর একটি রশিদ পাবেন, যা তাদের ঢাকায় জমার প্রমাণ হিসেবে কাজ করবে, এবং বোডিং পাস পেতে সাহায্য করবে অন্যথায় যাত্রীকে বোডিং পাস দেয়া হবে না।
যাত্রীরা দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন সফলভাবে সম্পন্ন করলে কাতার এয়ারওয়েজের স্থানীয় অফিস থেকে জমাকৃত ১০০০ ডলার ফেরত পাবেন। তবে, যদি কোনো কারণে যাত্রীকে সাউথ আফ্রিকা থেকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়, তাহলে কাতার এয়ারওয়েজের নিয়ম অনুযায়ী জমাকৃত টাকার একটি অংশ জরিমানা হিসেবে কেটে রাখা হবে।
যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা: নতুন নিয়ম কার্যকর হওয়ায় দক্ষিণ আফ্রিকাগামী যাত্রীদের যাত্রার পূর্বে সব তথ্য ও নিয়মাবলী ভালোভাবে জেনে রাখা উচিত।