আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সিরাজাবাদ রোডস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু। পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদৌল্লাহ পাহলোয়ান, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, প্রচার সম্পাদক বাবুল সরদার, মহিলা দলের সভানেত্রী নাহিদা খানম সুলেখা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি ডা: শাহিন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহŸায়ক শেখ হেলাল, সিনিয়র যুগ্ম আহাবায়ক মাহফুদুজ্জামান লুলু, হামিদুর রহমান মলিন, মোঃ এনামুল হক ডেবিট, মোঃ রাশেদুল মিয়া, যুবনেতা শহিদুর রহমান, ছাত্রনেতা সোহেল রানা খোকন, হাসমত, হাসান পনির আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
You cannot copy content of this page