গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল জামে মসজিদে বসে মোঃ আবুল কালাম শেখকে সভাপতি ও মোঃ মোতালেব হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমির সোলায়মান গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি হিসেবে মোঃ আজিজ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ার আলী শেখ, কোষাধ্যক্ষ মোস্তফা মিয়া, প্রচার সম্পাদক জাকির হোসেন দাড়াই।
নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম শেখ বলেন, দ্রুত সময়ের মধ্যে আমরা ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ে জামায়াতের কমিটি গঠন করে কান্দি ইউনিয়ন জামায়াতের পুর্ণাঙ্গ কমিটি গঠন করবো।
You cannot copy content of this page