সর্বশেষ
সর্বশেষ
আমতলীতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে এ্যাডভোকেসী সভা মনপুরায় মা ইলিশ ধরা বন্ধে টাস্কফোর্স ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মনপুরার মেঘনায় ইলিশ মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা হৃদয়বিদারক ঘটনা মানিকগঞ্জে: মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার, বিষক্রিয়ার আলামত সাভারে শারদীয় দুর্গাপূজা ২০২৫: আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নিশ্ছিদ্র প্রস্তুতি চরফ্যাশন – মনপুরায় গণসংযোগ ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন অ্যাডভোকেট মো সিদ্দিক উল্লাহ মিয়া ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার একশ ছবি আমরা দেখেছি: বিএনপি নেতা খোকন  মনপুরায় জাতীয়তাবাদী তরুন দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জাতীয় নির্বাচনকে ঘিরে মনপুরায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পথ সভা অনুষ্ঠিত শিবচরে রেলওয়ে জমির বৈধ লিজগ্রহীতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিদেশী বন্ধুদের দিকে তাকিয়ে আছে কবে কম্বোডিয়ার মত একটা নিষেধাজ্ঞা আসে-ওবায়দুল কাদের

সকালের বাংলাদেশ অনলাইন ডেক্স / ১২৯ বার শেয়ার হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
415296659 268040829400219 5570016945400759270 n

print news

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের এখন চ্যালেঞ্জ যাচ্ছে। ইশতেহার বাস্তবায়নেরও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, বাঁধা-বিঘ্ন আসতে পারে। কারন যারা এই নির্বাচন বর্জন করেছে তারা পিছু হটে নি। তারা আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে তারা বিদেশী বন্ধুদের দিকে তাকিয়ে আছে কবে কম্বোডিয়ার মত একটা নিষেধাজ্ঞা আসে।

আজ শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতু মন্ত্রী মন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোন নিষেধাজ্ঞা, কোন ভিসানীতি পরোয়া করেন না। আমরা সকলের সাথে বন্ধুত্ব, শত্রুতা নয় এই নীতিতে শেখ হাসিনা সরকারের কায্যাবলী পরিচালিত।

সধারন সম্পাদক আরো বলেন, আজকে যে পরিস্থিতি, আমরা রাজনীতি দিয়েই মোকাবেলা করতে চাই। কিন্তু রাজনীতি যদি কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতার উপাদান যুক্ত করে তখন সেখানে উদ্ধুদ্ধ পরিস্থিতি মোকাবেলা যা যা করতে হবে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে দেশ পরিচালনা জন্য আমাদের সব কিছুই করতে হবে। কিছু প্রশাসনিকভাবে মোকাবেলার প্রশ্ন আছে, কিছু আমাদের দলীয় কর্মসূচী দিয়ে তাদের আন্দোলন মোকাবেলা করেছি নির্বাচন দিয়ে সামনে। এখনো আমাদের কর্মসূচী যথারীতি চলবে।

ওবায়দুল কাদের আরো বলেন, রাজনীতি তো আর বন্ধ থাকবে না। রাজনীতি চলবে, তবে আমরা বিরোধী দলকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে চাই। সহিংসতা, সংঘাত এলে সেখানে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করে লাভ নেয় তারা। গর্জন করবে বন্দুক দিয়ে আর আমরা জুঁই ফুলের গান গাইবো এটা হবে না।

এর আগে, সকাল ৯টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। বেলা ১১টা ৫০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পস্তাপর্ক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে অত্মত্যাগকারী শহীদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে দলীয় প্রধান হিসাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইন মন্ত্রী আনিসুল হক, শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যাটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম, ধর্ম মন্ত্রী মো. ফরিদুল ইসলাম. বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, স্বাস্থ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, রেল মন্ত্রী মো. জিল্লুল হাকিম, জন প্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শিক্ষা মন্ত্রী মহিবুর হাসান চৌধুরী, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপিসহ মন্ত্রী পরিষদের সদস্য, প্রতিমন্ত্রীগণ ও ৫ উপদেষ্টা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে আজ বিকাল ৩টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে তিনি নিজ বাড়ীতে রাত্রী যাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন রবিবার (১৪ জানুয়ারী) দুপুর ২টায় সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া উপজেলায় যাবেন। পরে জেলা আড়াইটায় উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন। পরে সেখান থেকে বিকালে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে কোটালীপাড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বইছে আনন্দের বণ্যা। মোড়ে মোড়ে টাঙ্গানো হয়েছে ব্যানার, ফেস্টুন, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে তোড়ন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর পড়ুন...
নিজ এলাকার খবর দেখুন...

You cannot copy content of this page

You cannot copy content of this page