জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে একটি পথসভায় মিলিত হয়।
সভা উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সহ-সভাপতি ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন।
You cannot copy content of this page