আজ শনিবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের বুস্টার টাউনের সকল ধরনের দোকান খুলবে সকাল ৮/৯ টার পর
তাই নিশ্চিন্তে সবাই ঘুম হঠাৎ করেই বাইরে থেকে শোরগোল এর আওয়াজ শোনা গেলে বের হয়েই দেখেন তাদের দোকানে আ’গু,ন জ্বলছে, বলছিলাম বুস্টারের অন্যতম বড় দোকান এই ফাইন সুপারমার্কেট এর কথা
এই দোকানের কর্নধার মুন্সিগঞ্জের ছেলে জনাব সোহাগ কামরুল ইসলাম এবং তার ভাই সুজন মোহাম্মদ সহ সুমন খান ও ইমরান হাসান বুস্টারে তারা পরিচিত মুখ এবং পরপকারি হিসেবে পরিচিত , তাদের বুস্টার সহ কেপ টাউনে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় গ্রোসারি খুচরা ও পাইকারি দোকান এই ফাইন সুপারমার্কেট এ আজ সকাল আনুমানিক ৬/৭ টার দিকে আগুন লাগে,
সেই সময় তারা ঘুমে থাকায় কোনকিছুই টের পাননি পরবর্তীতে বাইরে থেকে শোরগোল এর শব্দ শুনে বের হয়ে দেখতে পান তাদের দোকানেই আগুন লেগেছে, অতিদ্রুত আগুন ছড়িয়ে পরে পাশের ৩/৪ টি দোকানে তারমধ্যে ছিলো পাকিস্তানি নাগরিক এর মোবাইলের দোকান,আইসক্রিম এর দোকান,কসমেটিক্স সহ গ্রোসারি দোকান , অতিদ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেস্টা করেন তবে ততক্ষণে আ’গুনে পুড়ে গেছে ৫ টি দোকান,
আনুমানিক প্রায় ৫ মিলিয়ন রেন্ড এর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ,
এখনো পর্যন্ত আগুনের সুত্রপাত কীভাবে হয়েছিলো তা জানাযায় নি, এই ঘটনায় আহত বা হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি
তবে এই ঘটনায় বুস্টারের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ্র শোক প্রকাশ করেছে
You cannot copy content of this page