মাদারীপুর জেলার শিবচরে দীর্ঘ ১৭ বছর পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার ১৬(অক্টোবর) বিকাল ২ টার সময় শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে,হাফেজ জাফর আহমেদ (সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ,শিবচর উপজেলা শাখা) এর সভাপতিত্বে এই গণ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গণ সমাবেশে প্রধান হিসাবে উপস্থিতছিলেন,মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) তিনি বলেন,৯২% মুসলমান দেশে ইসলামী হুকুমমত চাই,যদি ইসলামী হুকুমমত প্রতিষ্ঠিত হয়,তাহলে গরিব দুখি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।বাংলাদেশের মানুষ না খেয়ে খাকতে পারে,কারো পায়ের নিচে মাথা দিয়ে থাকতে পারে না।এ দেশের মানুষ ক্ষুদাহীন,বস্রহীন,অন্নহীন থাকবে, কোন দিন কারো গোলামী করতে পারেনা ইনশাআল্লাহ।
এদেশের মানুষের ন্যায অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তিনি
বর্তমান অন্তর্বরতি সরকারের উদ্দেশ্য করে বলেন,যাদের কে বর্তমানে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন,এরা মাটি এবং মানুষের কথা লালন করেনা।এরা ভিন দেশীদের চিন্তা মনে পোষন করে,যদি বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করেন,তাহলে হয়তো বা আপনাদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন লড়াই করতে হবে।আমরা চাই কোন দুর্নীতি থাকবেনা।নমিনেশন বানিজ্য,পেশিশক্তি ব্যবহার,অবৈধ টাকার ছড়াছড়ি,এই সব কিছুই চাই না।আমরা চাই এই সরকারের মাধ্যমে জনগন সুন্দর, সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ভোটাধিকারের মাধ্যমে তাদের মত প্রকাশ করবে। ভোট দিবে,কোন ব্যক্তিকে নয়,মার্কা দেখে।
এসময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওঃ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান (পীর সাহেব,বাহাদুরপুর) মাওঃ লোকমান হোসেন জাফরী,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক,ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এছাড়াও উপস্থিত ছিলেন,বিভিন্ন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ,এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র,শিক্ষক, জনসাধারন ও সাংবাদিকবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
You cannot copy content of this page