গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালক নিহত ও তিনজন আহত হয়েছে।
আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কোটালীপাড়া উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া -কান্দি সড়কের কাশাতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালক প্রিয়লাল অধিকারী (২৮)
নিহত হয়। প্রিয়লাল অধিকারী উপজেলার মাছপাড়া গ্রামের পূর্নেন্দ্র অধিকারীর ছেলে।
আহতরা হলেন, অপর মোটরসাইকেল চালক পিঞ্জুরী গ্রামের জাফর তালুকদার ছেলে রাজু তালুকদার (২৫), মোটরসাইকেল আরোহী মাছপাড়া গ্রামের পরীক্ষিত অধিকারীর ছেলে পলাশ অধিকারী (২৬) ও পিঞ্জুরী গ্রামের হারুন তালুকদারের ছেলে মোরসালিন তালুকদার (২৪)।
প্রত্যক্ষদর্শী কাশাতলী গ্রামের লিটন তালুকদার জানান, কোটালীপাড়া – কান্দি সড়কের কাশাতলী নামক স্থানে বেপরোয়া গতিতে চলা দুই মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ ঘটে। মটর সাইকেল দুটিতে ৪ ব্যক্তি ছিলেন। ঘটনাস্থলেই মোটর সাইকেলের এক চালক নিহত হয়। এসময় স্থানীয়রা আহত অপর ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
কোটালীপাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান জানান, মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে প্রিয়লাল অধিকারীর মৃত্যু ঘটে।
আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজু তালুকদার ও পলাশ অধিকারীকে ঢাকায় ও মোরসালিন তালুকদার কে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় কবলে পড়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। অপর তিনজন আহত হয়েছেন
You cannot copy content of this page