সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন এর কৃতি সন্তান বিশিষ্ট দানশীল হাজী ইকবাল হোসেন শামীম তার নিজ এলাকা ফোর্ড নগর বিইআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
২৮ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল পর্যন্ত হাজার অধিক অসহায় মানুষের মাঝে শাড়ী কাপড় লুঙ্গী ও নগদ টাকা সহ পাঞ্জাবি বিতরণ করেছেন।
ইকবাল হোসেন শামীম প্রতিবছর ন্যায় ২৭ রমজানে এই ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী কাপড় লুঙ্গী ও নগদ টাকা সহ পাঞ্জাবি বিতরণ করে থাকেন।
তবে এবছরের বিতরণ করার বিষয়টা চোখে পড়ার মতো।
বিগত দিনে ধল্লা ইউনিয়ন এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার বহু দূর দুরান্ত ভিন্ন জেলা থেকে আগত সাভারে বসবাসরত গরীব অসহায় মানুষ দানশীল ব্যক্তির কথা শুনে সকাল থেকে ভীড় জমিয়ে অপেক্ষা করতে থাকে।
এছাড়াও হিন্দু সম্প্রদায়ের বহু মহিলাদের
শাখা পড়ে উপহার গ্রহণ করতে দেখা যায়।
জেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার নির্দেশনায় শামীম নেতার মা দেলোয়ারা খাতুন বিতরণ কার্য উদ্বোধন করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শামীম নেতা জানান
জনগণ চাইলে আল্লাহপাক ভাগ্যে
জনপ্রতিনিধি লিখে রাখলে জনপ্রতিনিধি হতে পারবো।
এ সময় অনুদান গ্রহন করতে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, এছাড়াও সাভারে বসবাসরত নওগাঁ, ঠাকুরগাও, দিনাজপুর ও পাবনা সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থান থেকেও বহু মানুষের মাঝে শাড়ী কাপড় লুঙ্গী ও নগদ টাকা সহ পাঞ্জাবি বিতরণ করেছেন।
এসময় সার্বিক সহযোগিতায় শানীম নেতার ২ ভাই শ্যামল, সবুজ, তমেজ মেম্বার ও তার বাবা মায়ের উপস্থিতি ও বিতরণ কাজে সহোযোগিতা
করেছেন।
আজ ১০ জন এর অধিক ভোলেন্টার সহস্রাধিক অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
You cannot copy content of this page