মাদারীপুরের কালকিনিতে বেগম জিয়ার সুস্থতার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ সভাপতি এ বি এম মাহমুদ আলম সরদারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ মার্চ) উপজেলার কয়ারিয়া ঈদগাহ মাঠে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদ ছাত্রদলের সাবেক নেতা এ বি এম মাহমুদ আলম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সেই সাথে ৫ ই আগষ্ট আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সংস্কার শেষে দ্রুত নির্বাচনের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
ইফতার মাহফিলে আগত নেতাকর্মীরা জানান, দীর্ঘ বছর পর এত ব্যাপক পরিসরে ইফতার মাহফিলে আয়োজন করায় সর্বস্তরের নেতাকর্মীরা আসায় এক মিলন মেলায় পরিণত হয়েছে ইফতার মাহফিল। সবাইকে পেয়ে আমরা খুবই আনন্দ উপভোগ করছি।
ইফতার মাহফিলের পূর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন নের্তৃবৃন্দসহ সাধারণ জনগন।
You cannot copy content of this page