মাদারীপুরের শিবচরে সাইদ মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালক বৃদ্ধকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এসময় বৃদ্ধের ভ্যানটি নিয়ে পালানোর সময় সৈকত ঢালী (৩৬) নামে এক দুর্বৃত্তকে স্থানীয়রা আটক করেছে।
খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে ও স্থানীয়দের হাত থেকে ওই দুর্বৃত্তকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
গতকাল বুধবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটনা ঘটে।
নিহত সাইদ মোল্লা উপজেলার চরজানাজাত এলাকার মৃত হামেদ মোল্লার ছেলে। তিনি নদী ভাঙ্গনের পর কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে বাস করে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
অন্যদিকে, আটককৃত সৈকত ঢালী শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের কেরানীবাট ঢালীকান্দি এলাকার আদম আলী ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলায় রাস্তার পাশে ভ্যান চালক সাইদ মোল্লার (৬৫) গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় স্থানীয়রা দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে সায়েম মোল্লার ভ্যানটি উদ্ধারে নামে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরে সায়েম মোল্লার ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে (৩৬) আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে মরদেহ ও আটককৃত সৈকতকে নিজেদের হেফাজতে নেয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম) বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সৈকত ঢালী নামে একজনকে আটক এবং ছিনতাই করা ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
You cannot copy content of this page