বিস্তারিত:
টাংগাইলের খাগজানা গ্রামের ৫ বছরের শিশু(মদিনাতুল মাদরাসার প্লে এর ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষন করেন পাশের বাড়ীর হানিফ-বয়স(৭০)।
বাচ্চাটি টাংগাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তিরত আছেন।এ ঘটনাকে দামাচাপা দেওয়ার দায়ীত্ব নেন,এবং জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে সমাধান করার উদ্দেশে পাশের বীরকুষিয়া গ্রামে ডেকে নেন করটিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার শিউলি ও তার সন্ত্রাসী বাহিনী।খবর পেয়ে সাংবাদিক উজ্জ্বল বীরকুষিয়া গ্রামে উক্ত বাড়িতে উপস্থিত হন।এতে বাধা দিলে সাংবাদিক উজ্জ্বলের উপর চরাও হয়ে, শিউলি মেম্বারের ছেলে ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিক কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং বেদড়ক মারপিট করেন।কিছু জনগন এগিয়ে এসে সাংবাদিক উজ্জ্বলকে কোন রকমে সন্ত্রাসী দের হাত থেকে রক্ষা করেন।
সকল সাংবাদিক দের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই ও সন্ত্রসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।সাথে ধর্ষন কারী ও ধর্ষনের মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
টাংগাইল জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
প্রতিবেদক:আব্দুর রাজ্জাক
You cannot copy content of this page