ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই বাসস্ট্যান্ড সংলগ্ন বাটা গেটের সামনে গতকাল রাত আনুমানিক ৮:৩০ মিনিটে সেলফি পরিবহন নামক একটি বাস ওভারটেক করার সময় মাটি পরিবহন করা একটি মাটির ট্রাক এর সাথে দুর্ঘটনায় কবলিত হয়।
সেলফি গাড়িটি পাটুরিয়া থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা করেছিল। এ সময় মাটির ট্রাকের তেমন ক্ষতি না হলেও সেলফি পরিবহনে থাকা সাত থেকে আট জন যাত্রী গুরুতর আহত হন। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়।
সংবাদ সংগ্রহের মুহূর্ত পর্যন্ত হতাহতে কারোর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।ঘটনাস্থল পরিদর্শন করে উপস্থিত জনতার কাছ থেকে জানা যায় পাটুরিয়া ঘাট থেকে গাবতলী পর্যন্ত সেলফি পরিবহন প্রায় সময়ই রাস্তায় প্রতিযোগিতামূলক ভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। প্রতিনিয়তই কিছু নিরীহ মানুষের প্রাণ চলে যায়। আর কত প্রাণ নিলে সেলফি পরিবহন ক্ষান্ত হবে এটি এখন জনগনের প্রশ্ন।
You cannot copy content of this page