এলাকায় সাম্প্রতিককালে কোন মানুষ মারা না গেলেও মেহেগুনি গাছের বাগানের ভিতর রাতের অন্ধকারে কবর সাদৃশ্য গর্ত খনন করে রেখেছে কেউ। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী। কবর সাদৃশ্য গর্তটিকে দেখতে ভিড় করছে উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে (২০মে)গেল রাত্রে মাদারীপুর জেলার শিবচরের ভান্ডারী কান্দি ইউনিয়নের আবু সাঈদ মোল্লার মেহেগুনি গাছের বাগানের ভিতরে। গাছের বাগানটি পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরের জাজিরা উপজেলার উপজেলার জয়নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরলক্ষিপুর গ্রামে অবস্থিত। ফলে কবর সাদৃশ্য গর্ত খনন দেখে, দুই উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
নূর হোসেন নামের এক গ্রামবাসী জানান, আজ সকালে প্রথমে কবর সাদৃশ্য গর্তটি খনন করা অবস্থায় দেখতে পাই। এরপরে আমি এই জমির মালিক কে ফোন করে বিষয়টি নিশ্চিত হই যে গর্তটি তারা খনন করছে কিনা। যখন তারা অস্বীকার করে যেই গর্ত সম্পর্কে তারা কিছু জানে না তখনই আমার ভিতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়।
এদিকে গাছের বাগানের মালিক আবু সাঈদ মোল্লার স্ত্রী হালিমা বেগম বলেন, কেউ হয়তো চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের বাগানের ভিতরে কবর খুঁড়ে রাখছে। আমাদের এলাকায় ২-৪ দিনের মধ্যে কোন মানুষ মারা যায়নি অথচ কবর খনন করে রেখেছে। এতে আমরা চরম আতঙ্কিত হচ্ছি ভয়ে আছি।
শুধু সাধারণ মানুষ নয় এ বিষয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝেও। বিষয় শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আতিয়ার সরদার বলেন, আমরা জাজিরা এবং শিবচরের মানুষ পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাস করছি। কখনোই আমাদের এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি, এই কবর সাদৃশ্য গর্ত দেখে আমরা সবাই আতঙ্কে আছি। আমরা চাই প্রশাসনের হস্তক্ষেপে এই ঘটনার সত্যতা প্রকাশ পাক, এবং অপরাধীরা বিচারের আওতায় আনা হোক।
এ বিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, কবর সাদৃশ্য গর্ত খননের বিষয়টি আমরা মাত্রই জেনেছি, বিষয়টিকে খতিয়ে দেখা হবে।
You cannot copy content of this page