পদ্মাসেতু দক্ষিণ ও শিবচর থানার সীমান্তবর্তী এলাকার মোল্লার বাজার থেকে ভুয়া র্যাব পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টাকালে মোঃ আশিকুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে শিবচর হাইওয়ে পুলিশ।
বুধবার (২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পদ্মাসেতু দক্ষিণ-শিবচর থানার সীমান্তবর্তী এলাকার মোল্লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় ।
জানা যায়, শিবচর হাইওয়ে পুলিশের একটি টিম নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয়। এরপর মাইক্রোবাস থেকে কোমরে একটি পিস্তল এবং হাতে ওয়াকি-টকি নিয়ে একজন ব্যক্তি নেমে আসেন এবং নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে বলেন, “আমাদের গাড়িতে একজন আসামি রয়েছে।” তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের একটি আইডি কার্ডও প্রদর্শন করেন।
তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্রটি যাচাই করতে শুরু করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তা ভুয়া মনে হলে তাকে আটক করা করা হয়।
আটক মোঃ আশিকুর রহমান (৩২) রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছেন এবং র্যাবের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
মাইক্রোবাসে আশিকুর রহমান ছাড়াও আরও পাঁচজন ব্যক্তি ছিলেন। পুলিশি তৎপরতা বুঝতে পেরে তারা ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫০০০ টাকা জব্দ করেছে।
You cannot copy content of this page