মিলন হোসেন ও মারিয়া আক্তার দম্পতির একমাত্র কন্যা ফাতিমা হোসেন মিমের প্রথম জন্মদিন আজ। আজকের এই দিনে এই সুন্দর পৃথিবীর আলো দেখেছিল ফাতিমা হোসেন মিম।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা তোমায়, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজকের এই দিনে এক শুভ ক্ষণে ২৫ই জানুয়ারি ঢাকার জুরাইনে মিমের জন্ম, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটির নাম ফাতিমা হোসেন মিম।
আজ রাত ৯ টার সময় মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে মিমের শুভ জন্মদিন পালন করা হবে নিজ বাড়িতে। তখন পরিবারের সকল সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সেখানে উপস্থিত থাকবে।
মিমের জন্য দোয়া চেয়ে রত্না আক্তার (ছোট খালা) বলেন, মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে মানবতা। আমার ভাগ্নী যেন মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। সে যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। সকল মোমিন, মুসলিম ভাই ও বোনেরা তার জন্য দোয়া করবেন।
You cannot copy content of this page