মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ জুন-২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয় এর মাঠে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।
শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির ডাঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাবেক শিবচর পৌরসভা সেক্রেটারী ও সাবেক শিবচর উপজেলা শিবির সভাপতি জহির রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ জামায়াত মনোনিত মাদারীপুর জেলা মজলিসে শূরা সদস্য, মাদারীপুর-১ (শিবচর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, শিবচর উপজেলা আমীর সারোয়ার হোসাইন মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান শিকদার, শিবচর পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রফেসর আবদুল আজিজ খান, পৌর সেক্রেটারি প্রফেসর ইমদাদুল হক মিলন, পৌরসভা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, শিবচর পৌর বায়তুলমাল সম্পাদক খসরুল আলোম, বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মাওলানা গিয়াসউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যান ফেডারেশন পৌরসভা শাখার সভাপতি মাঈনুল ইসলাম সিদ্দিকী দুলাল গোমস্তা, শরীয়তপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল বাশার আকন, শিবচর উপজেলা সাবেক শিবির সভাপতি ১.লিয়াকত হোসেন, ২.শাহ সুলতান ৩.মাওলানা মাহবুবুর রহমান ৪.ইকবাল উদ্দিন তালুকদার রানিং শিবির সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, পৌরসভা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সারওয়ার হুসাইন বলেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন জাতির জন্য কল্যাণকর নয়।জামায়েত ইসলামী স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে অংশগ্রহণ করবে। এজন্য এলাকাভিত্তিক ইউনিট গঠন করা হচ্ছে।আমাদের নেতা কর্মীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণরাষ্ট্র জামায়াতে ইসলামী উপহার দিতে পারবে। তাই জামায়াত মনোনীত প্রার্থীকে আপনারা আগামী নির্বাচনে জয়যুক্ত করবেন। তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে,ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে জননেতা জনাব আবুল বাসার আকন্দ বলেন,বাংলাদেশ হাজী শরিয়ত উল্লাহ্’র জমিন,শহীদ তিতুমীরের পূন্যভূমি। বাতিল শক্তির মোকাবেলা করে রাজপথে লড়াই চালিয়ে যাবো,ইনশাআল্লাহ।এখানে,কোন অপশক্তি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশ থেকে চাঁদাবাজি,সন্ত্রাস,মাদক,দূর্নীতি, ধর্ষণ,ছিনতাই চিরতরে নির্মূল করতে হবে।
পরিশেষে সভাপতির বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
You cannot copy content of this page