সাভার-আশুলিয়া শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি অসুস্থ গাজী আনিছুর রহমানের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
৮ জুলাই (মঙ্গলবার) দুপুরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাভার পৌর সভার ব্যাংক কলোনি এলাকায় গাজী আনিছুর রহমানের ভাড়া বাসায় উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তার চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করেন মেয়র লায়ন মোঃ খোরশেদ আলম।
এসময় খোরশেদ আলম সাংবাদিকদের বলেন বলেন,তিনি যতদিন বেঁচে থাকবেন দলের ত্যাগি নেতাকর্মীসহ সাভারের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবেন সব সময় । সাভার পৌরসভাকে একটি সুন্দর পরিচ্ছন্ন সুপরিকল্পিত পৌর সভার হিসেবে গড়ে তুলারও আশাবাদ ব্যক্ত করেন লায়ন মোঃ খোরশেদ আলম।
অসুস্থ আনিছুর রহমানে পরিবার দুঃখ প্রকাশ করে বলেন,শ্রমিক নেতা আনিছুর রহমান দির্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকলেও লায়ন মোঃ খোরশেদ আলম ছাড়া আজ পর্যন্ত কেউ খোঁজ খবর নিতে আসেনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবু পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
You cannot copy content of this page