সর্বশেষ
সর্বশেষ
মনপুরা থানা ও নৌবাহিনীর যৌথ অভিযানে আটক অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল সাভারে ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শরীয়তপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল মনপুরায় জামায়াতের স্বাগত মিছিল! ঢাকায় সমাবেশ সফল করার লক্ষে আমতলীতে ২৭জন প্রতিবন্ধী শিশু পেল হুইল চেয়ার আমতলীতে জুলাই শহীদ দিবস পালিত আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন কিডনি অকেজো জাকিরের চিকিৎসা সহযোগীতায় পাশে দাঁড়ালেন মেয়র প্রার্থী খোরশেদ আলম। মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে

মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো কামরুল হোসেন সুমন,মনপুরা-ভোলা: / ১৩ বার শেয়ার হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
IMG 20250718 212143

print news

 

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের চর রেসপন্স প্রকল্পের অবহিতকরণ সভা আজ ১৫ জুলাই রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশ সাধারনত দেশে দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদানে সদস্য সংস্থা গুলোর সাথে কাজ করে থাকে। এই প্রকল্পটি জরুরি ভিত্তিতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরী, জাহানপুর (চর হাসান), মুজিবনগর ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ও চর কলাতলী ইউনিয়নে কাজ করছে। প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফজলে রাব্বী। তিনি বলেন, কোস্ট ফাউন্ডেশন অতি দ্রুত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্থ এলাকায় সবসময় দূর্যোগে মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের কার্যক্রম প্রশংসনীয়। তিনি বলেন দূর্যোগকালীন সময় প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধির জন্য কোস্ট ফাউন্ডেশনকে আরো কাজ করার জন্য সুপারিশ করেন। উপজেলা প্রশাসন এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান৷
অনুষ্ঠানটি সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগম। সভায় কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকল্প বিষয়ে উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন, প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউনুছ। উপস্থাপনায় দেখা যায় ক্ষতিগ্রস্থ এলাকার ৫টি ইউনিয়নের ৫০০ পরিবারকে নগদ টাকা সহযোগিতা করা হবে এবং ২৫০ পরিবারকে গবাদি পশুর খাবার, স্থানীয় জনগোষ্ঠির মতামতের ভিক্তিতে বিভিন্ন কাজ করা হবে ও কাজের বিনিময়ে অর্থ প্রদান করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী জনাব মোঃ আশরাফ হোসেন, সকলেই কার্যক্রমের যথেস্ট প্রসংশা করেন ও ক্ষতিগ্রস্থ এলাকায় কার্যক্রম চালিয়ে নেওয়ার অনুরোধ করেন ।
আলোচনায় বক্তাগন বলেন দূর্যোগ পূর্ববর্তী দূর্যোগ প্রতিরোধমূলক অবহিত করা ও মনপুরা বিচ্ছিন্ন দ্বীপ বিধায় এখানে আরোও বেশী বাজেট খরচ করার জন্য সুপারিশ করেন।
প্রকল্প পরিচিত সভায় উপস্থিত ছিলেন সাকুচিয়া ইউনিয়নের মালেকা ও রেহানা বেগম তিনি বলেন, এই বন্যায় অনেক স্থানে রাস্তা ভেঙে গেছে। স্কুলের শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হচ্ছে। পাশাপাশি, অনেক এলাকায় বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা নেই। তাই তিনি এসব কাজ করার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর পড়ুন...
নিজ এলাকার খবর দেখুন...

You cannot copy content of this page

You cannot copy content of this page