ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমানের বিধ্বস্ত ঘটনায় নিহত অফিস সহকারী (আয়া) মাসুমা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়ামোনাজাত করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে কোড়ালিয়া গ্রামে মাসুমার সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেছে বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।
পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে মাসুমার বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা। এবং স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিমান বাহিনীর পক্ষে দোয়া মোনাজাত করেন।
এসময় বিমান বাহিনীর রাডার ইউনিড বরিশালের সহঅধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, আমরা সবার জন্য সমব্যথী। তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তবে খুশির খবর হলো অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা দরকার আমরা তা করব। আমরা এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ। আমরা তাদের পাশে আছি।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিক্যালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। রোববার (২৭ জুলাই) ভোররাতে তার গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
You cannot copy content of this page