
মাদারীপুর জেলা শিবচর উপজেলায় সাত দিন ধরে নিখোঁজ এক ভ্যানচালকের সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হয়েছে তার পরিবার।
শুক্রবার (১লা আগস্ট) পরিবারের পক্ষ থেকে শিবচর থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। নিখোজ মিজান শেখ (৪০) শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের বাসিন্দা। নিখোঁজ মিজান শেখের স্ত্রী রাহি বেগম জানিয়েছেন বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে রোজগার করার উদ্দেশ্যে বের হয়। দিন ফুরিয়ে সন্ধার পরেও বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। গ্রামের লোকজন জানিয়েছেন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয় আর সেদিন বাড়ি না ফেরায় শুক্রবার সকাল থেকে আমরা খোঁজাখুঁজি করি কিন্তু এরপর তিনি আর কোথায় গেছেন কেউ বলতে পারছেন না। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করেছি শেষ পর্যন্ত কোন হদিস না পেয়ে জিডি করেছি। নিখোঁজ মিজান শেখ সহজ সরল সাদামাটা মানুষ ছিলেন এ কথা জানান এলাকাবাসী।
শিবচর সার্কেল সহকারী পুলিশ সুপার: মোঃ সালাউদ্দিন কাদের বলেন, এক ব্যক্তি চার-পাঁচদিন ধরে নিখোঁজের বিষয়ে একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি, অনুসন্ধান চলমান রয়েছে আমরা খুব শীঘ্রই ভালো একটা ফলাফল দিতে পারবো আশা করি