দেশে সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছেন জাতীয়তাবাদী শক্তির নেতারা, কিন্তু এখন কেন সেই নির্বাচনকে ভয় পান আপনারা? আমরা বুঝতে পারি না আপনাদের ভয়টা কোথায়—এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ প্রার্থী প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।
বুধবার বিকেলে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির আয়োজিত আনন্দ র্যালীর শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
খোকন তালুকদার বলেন,গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। অনেকেই বছরের পর বছর গ্রামে থাকতে পারেননি, ঘরে ঘুমাতে পারেননি, মা-বোন-সন্তানদের সঙ্গেও দেখা করতে পারেননি। দীর্ঘ সংগ্রামের পর জনগণ আজ স্বাধীনভাবে গ্রামে শান্তিতে ফিরতে চায়।
তিনি আরও বলেন, আমরা সমাজের প্রতিটি মানুষকে সমাজের বন্ধু হিসেবে পাশে পেতে চাই। তারেক রহমানের নির্দেশ মেনে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়তে চাই।
সমাবেশে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, মাদারীপুর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।
You cannot copy content of this page