মাদারীপুর জেলার শিবচর শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিল নির্ভল প্রায় হাজার সংখ্যক নেতাকর্মী নিয়ে ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সাবেক উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রহমানের সমর্থনে আনন্দ মিছিল যোগদান করেন।
বর্ণিল আয়োজনে প্লেকার্ড, এবং ফেস্টুন,হাতে হাজার সংখ্যক নেতাও কর্মী , বিকেল ৫ ঘটিকায় শিবচর পৌর বাস টার্মিনাল, কলেজ গেইটের সামনে থেকে এক বিশাল সুসজ্জিত আনন্দ মিছিল বের করে, মিছিলটি ৭১ সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ইয়াজ্জেম হোসেন রুমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিবচর উপজেলা বিএনপি। সাওন চৌধুরী, সাবেক আহবায়ক ছাএদল শিবচর উপজেলা। আজমুল হুদা চৌধুরী ইথ, সভাপতি মাদবরের চর ইউনিয়ন বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, তরুণ দল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, তাঁতি দল ও মহিলা দলের নেতা ও কর্মীরা।
You cannot copy content of this page