মাদারীপুরের শিবচরে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাজারে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামাল জামান মোল্লা। এতে সভপতিত্ব করেন মজিবুর রহমান (শিশু) সরদার এবং সঞ্চালনা করেন শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌরসভা বিএনপির সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন খান (সেলিম)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহাদাত হোসেন খান (সাহাদাত কমিশনার)।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক সাজাহান হোসেন (সাজু) মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব মাদবর ও শহিদুল ইসলাম (সহিদ চেয়ারম্যান) প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার। একই সঙ্গে তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন এবং বাবলাতলা বাজার প্রদক্ষিণ করেন।
You cannot copy content of this page