
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার বিকালে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব প্রার্থী শাওন চৌধুরীর আয়োজনে উপজেলার পাঁচ্চর বাজারে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাচ্চঁর থেকে র্যালিটি বের হয়ে পরে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদবরচর প্রান্তে এসে সমাপ্ত হয় র্যালিটি। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি সদস্য সদ্য আহবায়ক কমিটি আজমুল হুদা চৌধুরী ইথুর সভাপতিত্বে ও সাবেক যুগ্ন আহবায়ক শিবচর উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম দিপুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন লুৎফর হাওলাদার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাদবরচর ইউনিয়ন , শাজাহান মিনা বিএনপির সাবেক সভাপতি চরজানাজাজ ইউনিয়ন, রহমান মুন্সী যুগ্ম-আবায়ক তাঁতি দল উপজেলা বিএনপি, হানিফ মাদবর জাসাস আহ্বায়ক কমিটির পদপ্রার্থী সহ আরও বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন