
কৃষিখাতে আর্থিক সহায়তা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক বিশেষ সম্মেলন। গত ১০ সেপ্টেম্বর, বুধবার, বিকেল ৩টায় এসডিএস মিলনায়তনে ‘শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন’ শীর্ষক এই অনুষ্ঠানে জেলার সকল শাখার প্রধান ও মাঠকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে। আমাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি গ্রাহকদের কাছে সময়মতো সেবা পৌঁছে দেওয়া জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ফকির এবং শরীয়তপুর মুখ্য অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা বৃন্দাবন কুমার বিশ্বাস। তারা ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন এবং মাঠপর্যায়ের কর্মীদের কাজের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান। তিনি বলেন, এমন সম্মেলন কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ভবিষ্যতে ব্যাংকের কার্যক্রম আরও সুসংগঠিত করতে সাহায্য করবে।
সম্মেলনে শরীয়তপুর জেলার সকল শাখার প্রধান ও মাঠকর্মীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংক তার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনটি শাখার ব্যবস্থাপকদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সাইফুল ইসলাম
শরীয়তপুর জেলা প্রতিনিধি
০১৭১১-৭২৯৬২৬