ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর আয়োজনে ঠাকুরগাঁও সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সাথে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দীপেন্দ্রনাথ ঝাঁ এর সভাপতিত্বে ও মোঃ ইউনুস আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৌমিক রায় সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম দুলাল। আরো উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি সহকারী পরিচালক জনাব সৌমিক রায় মাদক সেবনের ক্ষতির দিকগুলো ও সামাজিক সচেতনতা দিক নির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য রাখেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
You cannot copy content of this page