সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন এর ৫-নং ওয়ার্ড এ গুমাইল গ্রাম এর যুব-সমাজ কতৃক আয়োজিত ওয়াজ মাহফিলে আলোকিত গুমাইল সংগঠনের পক্ষ থেকে ১৮ জন কোরআনের হাফেজ ও ৬ জন আলেম কে সম্মাননা প্রদান করা হয়।
যুব সমাজের উদ্যোগকে স্বাগতম জানিয়েছে এলাকার আলেম-ওলামা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুবসমাজের সংগঠনের প্রধান সমন্বয়ক সকালের বাংলাদেশ কে বলেন যে শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর পথ অনুসরণ করেই তাদের এই পথ চলা। বাংলাদেশ ইসলাম প্রধান দেশ এদেশের ৯৫ ভাগ মানুষ মুসলমান ।
ইসলামিক শিক্ষা যত ছড়িয়ে পড়বে যত কোরআনের হাফেজ তথা কোরআনের পাখি আলিম-ওলামারা জন্ম নিবে ততই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে।
এছাড়াও ঘুমাইল গ্রামের এই যুবসমাজ বিভিন্ন সময় মেধাবী শিক্ষার্থী ও এস এস সি, এইচ এস সি, শিক্ষার্থীদের সম্মাননা প্রধান করে থাকে। বিভিন্ন সমাজ সেবামূলক কাজে আলোকিত গুমাইল গ্রামের এই যুব সংগঠন টি মানবতার কাজ করে থাকে এবং ভবিষ্যতে অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
You cannot copy content of this page