মাদারীপুর জেলার শিবচরের বাহাদুরপুর ঐতিহাসিক ফরায়েজী আন্দোলনের মহানায়ক হাজী শরীয়তউল্লাহ (রহ:) আস্তানার ৭৯ তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্টিত হইবে। আগামী ৬,৭,৮ ও ৯ ফেব্রুয়ারি, এবছরেই ৪ দিন ব্যাপী মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৬ (ইফেব্রুয়ারি) থেকে চারদিন ব্যাপী মাহফিলটি সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব পালন করবেন,হাজী শরীয়ত উল্লাহর ৭ তম পুরুষ আলহাজ্ব হযরত মাওলানা,আব্দুল্লাহ মোহাম্মদ হাসান
(পীর সাহেব,বাহাদুরপুর) ও সভাপতি বাংলাদেশ ফরায়েজী আন্দোলন।
বিগত বছর গুলোতে ৩ দিন ব্যাপী মাহফিলটি হয়ে আসছিলো,কিন্ত এবছর থেকেই প্রথম ৪ দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঐতিহাসিক বাহাদুরপুর আস্তানার ঐতিহ্যবাহী এই মাহফিলে দেশ ও দেশের বাহির থেকে আগত পীর মাসায়েক,মুসল্লীগন,বুজুর্গ ব্যক্তিবর্গ,ভক্ত শ্রোতারা,সহ বিভিন্ন ওলামায়ে কেরাম গন উপস্থিত থাকিবেন।
মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তাসরিফ আনিবেন,উল্লেখযোগ্য বক্তা সহ অসংখ্য ওলামায়ে কেরাম বয়ান পেশ করিবে।
মাহফিলের ২য় দিন (মঙ্গলবার) বাদ যোহর,বাংলাদেশ জাতীয় ফরায়েজী আন্দোলনের উদ্যেগে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন সম্মেলন অনুষ্ঠিত হইবে।
মাহফিলের শেষ দিন (শুক্রবার)বাদ জুমার নামাজ পড়াইবেন,আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান (পীর সাহেব,বাহাদুরপুর) তার ইমামতিতেই প্রতিবছরের ন্যায় এবারও এখানে লক্ষাদিক মুসল্লীগণের উপস্থিতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হইবে,এ জুমার নামাজ দেশের বৃহত্তর জুমার নামাজ বলে ধারণা করা হচ্ছে।
মাহফিল উপলক্ষে যাবতিয় কার্যক্রম শেষের দিকে,মাহফিলটি সম্পূর্ণ সুন্দরভাবে শেষ করতে স্বেচ্ছাসেবক গন দিনরাত নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।
মাহফিলের মূল পেন্ডেলের অংশটুকু ওয়াটারপ্রুফ সামিয়ানা টানিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবার জন্য সমন্বয় কমিটি গঠন করে একটি বিশেষ টিম করা হয়েছে। এছাড়াও মাহফিলে
সকল ধরনের থাকা খাওয়ার জন্য সু-ব্যবস্তা রাখা হয়েছে।
মাহফিলটি সম্পূর্ণ সুন্দরভাবে শেষ করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কঠোর ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়াও মাহফিলটিতে নিরাপত্তা যোদ্ধারের জন্য, বাহাদুপুর প্রায় দুই কি: জায়গা পর্যন্ত সিসিটিপির আয়তায় রাখা হয়েছে। মাহফিলটিতে লক্ষ লক্ষ মুসলিম উম্মাহর উপস্থিতি বৃদ্ধির কথা চিন্তা করে এবারেই আরেকটি খোলা মাঠ বাড়ানো হচ্ছে।
বিশেষ করে মাহফিলটি আগামী ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হইবে।
তাই উক্ত মাহফিল কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রান মুসল্লি ভাইদেরকে যোগদানের জন্য নিমন্ত্রণ করা হইল।
You cannot copy content of this page