গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জুব বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের আহত হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মোহাম্মদ পান্নু (২২) উপজেলার কামদিয়া ইউনিয়নের বেলা খোরা গ্রামের হাবু মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, সোমবার মোহাম্মদ পাপ্পু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জুব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও অটোরিক্সার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হলে পান্নু গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ, জানান, মোহাম্মদ পান্নুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
You cannot copy content of this page