মোঃ রাজিবুল ইসলাম, সাভার :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশের সর্ববৃহৎ ভোটারের উপজেলা সাভারে চেয়ারম্যান প্রার্থী হবেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার।
দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকে তিনি উপজেলা চেয়ারম্যান পদে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি সকলের দোয়া কামনা করেন।
সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পূর্ব জামগড়া এলাকায় ১৯৮৩ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তরুণ নেতা কবির হোসেন সরকার। তার বাবা মরহুম গিয়াস উদ্দিন সরকার ছিলেন ইউপি চেয়ারম্যান। আর তার দাদা মরহুম সবেদ আলী সরকার ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
কবির হোসেন সরকার বলেন, প্রায় এক যুগ ধরে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। নিজের স্বার্থের দিকে না তাকিয়ে সাধারণ মানুষের জন্য রাজনীতি করি।
তিনি আরও বলেন, রাজনীতি মানেই শুধু পদবী দখল করে ক্ষমতাবান হওয়া নয়, রাজনীতি করতে হলে প্রথমেই সাধারণ মানুষের কাছাকাছি যেতে হবে। রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয়বার ভাবব না।
কবির সরকার বলেন, আমি সাভার উপজেলাবাসীর কল্যাণে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। এ উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের নির্মল সামাজিক বিনোদনে আকৃষ্ট করতে চাই। এ জন্য চাই দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালবাসা আমার কাম্য। আমি তৃণমূল ও বঞ্চিত মানুষের চেয়ারম্যান হতে চাই।
You cannot copy content of this page