শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত! সে জাতি তত উন্নত। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন সংগঠনের পক্ষ থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরে কোমলমতি শিশুদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কালিয়াকৈর উপজেলার সভাপতি কিরণ মাহমুদ ওয়াসি। পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিমিটেডের সভাপতি আওরঙ্গজেব কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, সাভার উপজেলা শাখার সভাপতি হযরত নুর ইসলাম আল কাদরী। বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, সাভার উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, সাভার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সৌরভ, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, সাভার উপজেলা শাখার দপ্তর সম্পাদক বিদ্যুৎ দাস।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী।
অনুষ্ঠানের বক্তারা একমত হয়েছেন তারা সারা বাংলাদেশ থেকে বৃত্তবানরা সামর্থ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে প্রত্যেকেই যদি এইভাবে জনকল্যাণমূলক কাজে উদ্যোগ নেন ও অংশগ্রহণ করেন তাহলে দেশ একদিন উন্নত থেকে আরো উন্নত দেশে পরিণত হবে।
এ সময় বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাভার উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রাজিবুল ইসলাম বলেন, পরবর্তী কর্মসূচি হিসেবে ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে কম্বল বিতরণ কর্মসূচি পুরো শীতকাল জুড়ে চলমান থাকবে।
তিনি আরো বলেন, ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেড এর উদ্যোগে যে চলমান কর্মসূচি চলছে তার সাথে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব সার্বিক সহযোগিতায় সর্বদা এগিয়ে আসবেন।