ঢাকার আশুলিয়ায় অটো রিক্সা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০এর দিকে আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ডে স্কাই লাইন কারখানার সামনে্র সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানার পলাশবাড়ী বাসস্ট্যান্ডে স্কাই লাইন কারখানার সামনে সকাল ৯ টা ৩০ মিনিটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ব্যাটারি চালিত অটো রিক্সা পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড থেকে বাইপাইল অভিমুখে যাত্রা করেছিল। পেছন থেকে মালবাহী একটি ট্রাক এসে অটোরিকশা কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনার পর গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেল যোগে স্থানীয় লোকজন গাড়িটিকে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে আটক করে। এ সময় চালকসহ গাড়িটি আশুলিয়া থানা পুলিশ জব্দ করে। নিহতদের লাশ আশুলিয়া থানা মর্গে নেওয়া হয়েছে।
বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা রাস্তায় বিক্ষোভ করলে সকাল থেকে খবর প্রকাশের আগ পর্যন্ত বিকেল চারটা। রাস্তার যানজট প্রকট আকার ধারণ করেছে। স্বজন এবং বিক্ষোভ কারি দের দাবি এই ঘটনায় আটক ট্রাক ড্রাইভার এর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই। সকাল থেকে পুলিশ চেষ্টা করেও রাস্তার যান চলাচল এখনো স্বাভাবিক করতে পারিনি ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
You cannot copy content of this page