হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এরই অংশ হিসেবে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম এর নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি অর্ধ-শতাধিক মানুষের অংশগ্রহণে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে থেকে একটি র্যালী বের হয়। এতে ৩০টি মোটরসাইকেল অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি ভাঙ্গা-বরিশাল হাইওয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা গোল চত্বর স্থানে এসে শেষ হয়। এসময় গণপরিবহন ও প্রাইভেটকার চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট, খাবার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শোভাযাত্রায় হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ল, ফরিদপুর এর পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ভাঙ্গা হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহেল বাকী, ভাঙ্গা হাইওয়ে থানারএসআই (নিঃ) আবু নোমান, পুকুরিয়া ওয়ার্ডের মেম্বার, মোটরযান চালক, মালিক ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page