আমিন আমিন ধ্বনিতে মুখরিত বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান। লক্ষাধিক ধর্মপ্রাণ মুছুল্লীদের নিয়ে আখেরী মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃ আঃ)।
ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃ আঃ) প্রতিষ্ঠিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্সে তিনদিন ব্যাপী বার্ষিক ওই মাহফিলে দেশবরেণ্য আলেম ওয়ালামাগণ ওয়াজ নসিহত করেন।
ওই ওয়াজ মাহফিলের শেষ দিন আজ শুক্রবার জুম্মার নামাজ বাদ দেশের বিভিন্ন স্থান থেকে আগত লক্ষাধীক ধর্মপ্রাণ মানুষ আখেরী মোনাজাতে অংশ নেয়।
ওই ওয়াজ মাহফিলে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম সরোয়ার টুকুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন পীরজাদা শাহ্ মোহাম্মদ হোসাইন ছারছীনা দরবার শরীফ, আলহাজ্ব মাওলানা মোঃ নুরুর রহমান বেগ, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার উপাধ্যাক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী ও মোহাদ্দেস আলহাজ্ব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
আখেরী মোনাজাতে ছারছিনা দরবার শরীফের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃ আঃ) দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।
You cannot copy content of this page