
আজ মহান ২১শে ফেব্রুয়ারি।১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য জীবন দিয়েছিলেন সালাম রফিক জব্বার বরকত সহ নাম না জানা আরও অনেক জাতির শ্রেষ্ঠ সন্তানগণ,
তাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, পৃথিবীতে একটি মাত্র দেশি রয়েছে যারা কিনা ভাষার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছেন।
ভাষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপর ইউনিয়ন এর নরসিংহপুর বাংলাবাজার টাঙ্গাইল গার্লস ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও সরকারি শিক্ষক মন্ডলী এবং ছাএ- ছাত্রী বৃন্দ।
এ সময় বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রী ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি শোক প্রকাশ করেন।