প্রাইভেটকারের হেড লাইট জালিয়ে গাড়ি চালিয়ে আসাকে কেন্দ্র করে সোমবার রাত ১১টায় মানিকগঞ্জ জেলার হরিরামপুরে নিজ গ্রামের বাড়ির সামনে হামলার শিকার হন দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস ও তার ছোট ভাই মাজহারুল ইসলাম এবং দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার (ঢাকা বিভাগ) প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন সৌরভ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে আনুষ্ঠানিক ১১ টার দিকে দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস তার ভাই ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার (ঢাকা বিভাগ)কে নিয়ে পারিবারিক কাজে প্রাইভেটকার করে তার গ্রামের বাড়ীর সামনে আসিলে মো: রবিন (২৫) মোঃ বাবুল (৫০), মো: আতিক (১৯), মো: আছিফ (২০), মো: আশিক (১৮), মো: রবিন (২২), মোঃ জমির (২৪) ও অজ্ঞাত নামা আনুমানিক ২০ জন বাড়ীর সামনে দারিয়ে থাকিতে দেখলে প্রাইভেটকারে হেড লাইট জ্বালিত অবস্থায় গাড়ি থেকে নামলে মো: রবিন কাছে আগাইয়া আসে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। প্রতিবাদ করিতে গেলে মো: রবিনের সাথে থাকা সকলে ধারালো রামদা, চাপাতি এবং চাইনিজ কুড়াল নিয়ে আঘাত করতে আসে এসময় ডাকচিৎকার করলে ডাকচিৎকার শুনিতে পাইয়া গাড়িতে থাকা ছোট ভাই মাজহারুল ইসলাম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার (ঢাকা বিভাগ) মো: সোহরাব হোসেন সৌরভ গাড়ি থেকে নামে প্রতিবাদ করতে গেলে মো: রবিনের সাথে থাকা সকলে তাদের সহকারে হত্যার উদ্দেশ্য করিয়া ধারালো রামদা, চাপাতি এবং চাইনিজ কুড়াল দ্বারা কোপ দিতে গেলে তারা নিজেদের জীবন বাচানোর জন্য দৌড়ে বাড়ীর পিছনে ছোট একটা পুকুরে লাভ দেয়। পরবর্তীতে তাদের ডাকচিৎকারে বাড়ীর আশে পাশের লোকজন আসিলে মো: রবিনের সাথে থাকা সকলে তাদেরকে প্রাণে মেরে ফেলার বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে স্থান ত্যাগ করে চলিয়া যায়।
দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক কাজে আমার ছোট ভাই মাজহারুল ইসলাম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার (ঢাকা বিভাগ) মো: সোহরাব হোসেন সৌরভ সহকারে গত ইং ২৬/০২/২০২৪ রাত অনুমান ১০:৪৫ মিনিটে আমার নিজের প্রাইভেটকার করে আমার নিজের গ্রামের বাড়ীর সামনে আসলে মো: রবিন (২৫) মোঃ বাবুল (৫০), মো: আতিক (১৯), মো: আছিফ (২০), মো: আশিক (১৮), মো: রবিন (২২), মোঃ জমির (২৪) ও অজ্ঞাত নামা আনুমানিক ২০ জন আমার বাড়ীর সামনে দারিয়ে থাকতে দেখলে আমি আমার প্রাইভেটকারে হেড লাইট জ্বালিত অবস্থায় গাড়ি থেকে নামে গেলে মো: রবিন আমার কাছে আসে এবং আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করিতে গেলে মো: রবিনের সাথে থাকা সকলে ধারালো রামদা, চাপাতি এবং চাইনিজ কুড়াল নিয়ে আমাকে আঘাত করতে আসলে আমি ডাকচিৎকার করলে আমার ডাকচিৎকার শুনিতে পাইয়া আমার গাড়িতে থাকা আমার ছোট ভাই মাজহারুল ইসলাম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার (ঢাকা বিভাগ) মো: সোহরাব হোসেন সৌরভ গাড়ি থেকে নেমে প্রতিবাদ করিতে গেলে মো: রবিনের সাথে থাকা সকলে তাদের সহকারে আমাকে হত্যার উদ্দেশ্য করিয়া ধারালো রামদা, চাপাতি এবং চাইনিজ কুড়াল দ্বারা কোপ দিতে আসে। আমি, আমার ছোট ভাই ও মো: সোহরাব হোসেন সৌরভ নিজেদের জীবন বাচানোর জন্য দৌড়ে বাড়ীর পিছনে ছোট একটা পুকুরে লাভ দেই। পরবর্তীতে আমাদের ডাকচিৎকারে বাড়ীর আশে পাশের লোকজন আসিলে মো: রবিনের সাথে থাকা সকলে আমাদের প্রাণে মারার বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে স্থান ত্যাগ করপ চলে যায়। এই কিশোর গ্যাং এর অত্যাচারএ গ্রামবাসী সবসময় আতঙ্কে থাকে এবং ভয়ে গ্রামের কোন লোকজন মুখ খুলিতে পারে না।
এ ঘটনায় অভিযুক্ত মো: রবিনের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় থানায় সোমবার রাতে মুঠো ফোনে জানালে সাথে সাথে অভিযানিক টিম ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। আজ লিখিত অভিযোগ পেয়েছি। তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
You cannot copy content of this page