আমি মোঃ নূরউদ্দিন, পিতা: মোঃ করিম, মাতা: রেহানা পারভিন। গত ১ জুলাই ২০২৫ ইং তারিখ আনুমানিক দুপুর ১:১০ ঘটিকার সময় পিরেরবাগ এলাকায় যাওয়ার পথে আমার এসএসসি ও এইচএসসি সনদপত্র হারিয়ে যায়।
হারানো সনদপত্রের বিবরণ:
এসএসসি: রোল নং: ৪১৯৬৭৮, রেজি নং: ৯৬২৫৩৪/২০০৭, বোর্ড: ঢাকা, পাশের সাল: ২০০৯।
এইচএসসি: রোল নং: ৫০৯৮৬৯, রেজি নং: ৫৭৭৫৬৫/২০০৯, বোর্ড: ঢাকা, পাশের সাল: ২০১১।
এ বিষয়ে আমি মিরপুর থানায় ১১ জুলাই ২০২৫ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। জিডি নম্বর: ১০৩৯।
যোগাযোগ:
মোঃ নূরউদ্দিন
০১৭৪৬২৪৬৯১৪
You cannot copy content of this page