দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার উপ-সম্পাদক হিসাবে যুক্ত হয়েছেন নাজমুল হোসেন সবুজ। আজ শনিবার (১৮ মে) পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত করেছেন দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস।
দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক সকালের বাংলাদেশ “গুজব নয় সংবাদ পারুন” এই স্লোগানে মূল ধারার সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে প্রকাশিতব্য নতুন এ পত্রিকায় এক ঝাঁক তরুণ সংবাদকর্মী ইতোমধ্যে যোগ দিয়েছেন।
নাজমুল হোসেন সবুজ মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের আবদুল হালিম রাড়ি’র বড় ছেলে। তিনি ইতোমধ্যে সাংবাদিকতায় সুনাম কুঁড়িয়েছেন। এর আগে দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুঁলিতে।
জানতে চাইলে নাজমুল হোসেন সবুজ বলেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি।
You cannot copy content of this page