পুলিশই জনতা- জনতাই পুলিশ এই প্রতপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক, জুয়া, ইভটিজিং,বাল্যবিবাহ, যৌতুক ও গরুচুরি প্রতিরোধকল্পে ইসলামপুরের দূর্গম চর সাপধরী ইউনিয়নের কাশারীডোবায় বিট পুলিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ অক্টােবর) দুপুরে সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামের শাহজাহানের বাড়িতে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল্লাহ।
এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম, এসআই দিপক চন্দ্রপাল, এসআই আফজাল হোসেন,এএসআই নাছির উদ্দীন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাপধরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিল্লুর রহমান, সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান মন্ডল প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন এসআই আকরাম হোসেন।
You cannot copy content of this page